বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে আহসান হাবিব নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির এক সহ-সমন্বয়ককে হুমকি দেয়া হয়েছে। বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে হুমকি দেয়া এমন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই সহ-সমন্বয়কসহ স্থানীয়রা।
হুমকির শিকার সহ-সমন্বয়ক বগুড়া সদর উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি জিডি করেছেন সহ-সমন্বয়ক আহসান হাবিব। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি নিয়ে আমাদের থানার একাধিক টিম কাজ করছে। জড়িতদের খুঁজে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।