বগুড়ার খবর

বগুড়ায় বঙ্গবন্ধু ম্যুরাল দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের

স্টাফ রিপোর্টার

 

বগুড়া জেলা প্রশাসক চত্বর বটতলায় নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর‌্যালটি নির্মান করছে বগুড়া জেলা পরিষদ। আগামী ৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের দিনে ম্যূরালটি উদ্বোধন করা হবে।
জানা যায়, উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অস্থায়ীভাবে মুর‌্যাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গত বছরে এ বিষয়ে একটি জরুরী সভা হলে সেখানে সিদ্ধান্ত নেয়া হয় ম্যুরালটি নির্মাণের। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ কাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। শেষ হবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে। ম্যুরালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যা নির্মাণের পর নতুন প্রজন্মের দৃষ্টি কাড়বে। সকল স্তরের মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রর্দশন করবেন এই প্রত্যাশায় নির্মিত। যুগ যুগ ধরে এই মুর‌্যাল স্বাক্ষী দেবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এর। যার জন্য বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন প্রজন্ম জানবে বাংলাদেশ সৃষ্টির গৌবরময় ইতিহাস।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্রী রামিশা রহমান জানান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে। যা ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমরা দেশের এবং বঙ্গবন্ধুর ইহিতাস সম্পর্কে জানতে পারবো। এটি দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানান, আগামী ৭ই মার্চে যেন সর্বসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য ম্যুরালটির দ্রুত নির্মাণ কাজ চলছে। তবে এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে আগামী ১৭ মার্চের আগে সকল কাজ সম্পন্ন করা হবে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসক চত্বর বটতলায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরালটি। তবে নির্মাণ ব্যয় বাড়তেও পারে। বটতলায় সুনিবিড় ছায়ায় মুর‌্যালটি নির্মাণের পর দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। ম্যুরালটি নির্মাণের মধ্যদিয়ে বগুড়ার নতুন প্রজন্ম স্বাধীনতার সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবেন। ম্যুরালটি নির্মাণের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছে। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ চলছে। আশা করা যায় আগামী ৭ মার্চের আগেই নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button