নূরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির একটি চৌকস টিম। গ্রেফতারকৃতরা হলেন—সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শামিম হোসেন (৩১), পিতা: মো. মতি, সাং: দক্ষিণ আটকরিয়া এবং একই ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম আরিফ (২৬), পিতা: আব্দুল আজিজ, সাং: পাতিলাকুড়া। তারা দুজনেই
সোনাতলা থানার অধীনস্থ বাসিন্দা। ডিবি সূত্র জানায়, শামিম হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাটি ছাড়াও আরও তিনটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে থাকতে চেষ্টা করে আসছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিকল্পিত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গ্রেফতারটি আলোড়ন সৃষ্টি করেছে। তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।