২৪’র জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত এ আয়োজনে অংশ নেন দুই শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। স্মরণসভায় সভাপতিত্ব করেন বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান শাহেদ। বক্তব্য রাখেন এনসিপি বগুড়ার সদস্য এজাজ আল ওয়াসী
জ্বীম, এনসিপি যুবশক্তি বগুড়ার সংগঠক মহিদ উল নবী মিশু এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা জাকিরুল ইসলাম। বক্তারা বলেন, ‘জুলাই মাস আমাদের আবেগের মাস। ২৪’র জুলাই-আগস্ট আন্দোলন ছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, যেখানে হাজারো ভাই-বোন আত্মত্যাগ করেছেন। তাদের ত্যাগের মধ্য দিয়েই একদলীয় দমনমূলক ডিজিটাল বাকশাল সরকারের পতন ঘটে।’ তারা আরও বলেন, ‘নতুন বাংলাদেশে আর বৈষম্যের কোনো স্থান নেই। শহীদদের স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।