সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার ফুলবাড়ীয়া এইচ এমভি দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা লে. কর্নেল
(অবঃ) জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম। বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া এমভি দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফজলুল করিম, সহকারী সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক শাহ্ আলম।