ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ১ শ’ ৫০ টি ফিলিস্তিন পতাকার সমন্বয়ে মুজতাহিদের ব্যতিক্রমী ক্যানভাস

স্টাফ রিপোর্টার
নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী সেনাবাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনসাধারণের প্রতি সংহতি জানিয়ে, যুদ্ধ বন্ধের দাবিতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের উদ্যমী যুবক মোঃ মুজতাহিদুল ইসলাম।
সামাজিক ও সৃজনশীল কর্মকা-ে জড়িত মুস্তাহিদ তৈরি করেছেন ১ শ’ ৫০ টি ফিলিস্তিনি পতাকার সমন্বয়ে চমৎকার এক ক্যানভাস। ২৪ নভেম্বর, রোববার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যতিক্রমী এ ক্যানভাসটির মোড়ক উন্মোচন করা হয় বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজ প্রাঙ্গণের বিরল প্রজাতির পারুল চত্বরে। ওইদিন বেলা ১ টায় ব্যতিক্রমী ক্যানভাসটির মোড়ক উন্মোচন করেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন, ক্যানভাসটির উদ্যোক্তা মোঃ মুস্তাহিদুল ইসলাম, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সাংবাদিক আব্দুর রাজ্জাক, নুরে আলম সিদ্দিকী সবুজ, আবু রায়হান, এস এম সাদ, বায়েজিদ ও মেহেদী হাসান রনি।
১ শ’ ৫০ টি পতাকা সংবলিত প্রতিবাদী ও সংহতিসূচক ক্যানভাসটির উদ্যোক্তা মুজতাহিদ জানান ফিলিস্তিনের নিরীহ জনসাধারণের প্রতি সংহতি জানাতেই আমার এমন উদ্যোগ। আমরা চাই যুদ্ধের বিভীষিকামুক্ত একটি বিশ্ব। চাই ফিলিস্তিনি জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা।