বগুড়ার খবর

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সেলফি তুলতে গিয়ে ৪ বন্ধু নিখোঁজ, উদ্ধার ৩

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে সেলফি তোলার প্রতিযোগিতা করতে গিয়ে ৪ কলেজপড়ুয়া বন্ধু নিখোঁজ হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় ৩ জনকে উদ্ধার করা হলেও এখনও ১ জনের সন্ধান মেলেনি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ওই চার বন্ধু যমুনা নদীতে নেমে সেলফি তোলার প্রতিযোগিতা করছিলেন।

নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ রহমান (১৮), বগুড়ার শেরপুর টাউন কলোনির বাসিন্দা ও জাহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া অন্য শিক্ষার্থীরা হলেন— মাফিজ ইকবাল (১৮), সোয়েব আহম্মেদ (১৮) ও অওফি হাসান (১৮)। তারা সবাই শেরপুর টাউন কলোনির বাসিন্দা এবং বর্তমানে সুস্থ আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার বানিয়াজান স্পার এলাকা ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমণপিপাসুরা প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে ওই ৪ বন্ধু প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সেলফি তোলার প্রতিযোগিতা শুরু করেন। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর গভীরে তলিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় নৌকার সাহায্যে ৩ জনকে উদ্ধার করা গেলেও জুনায়েদ এখনও নিখোঁজ রয়েছেন।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক জানান, “যমুনা নদীর প্রবল স্রোতের কারণে নিখোঁজ জুনায়েদ ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা এরই মধ্যে রওনা দিয়েছে।”

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button