বগুড়ার খবর
প্রাণচাঞ্চল্যে ভরা সোনাতলা আজ হচ্ছে চার জায়গায় মেলা

ইকবাল কবির লেমন
ফাগুন এসেছে ফাগুন। ফাগুনের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। ফাগুনের আগমনে মানুষের মনে লেগেছে দোলা। এমনই ফাগুন দিনে বগুড়ার সোনাতলা উপজেলার চার স্থানে ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে বাঙালিয়ানার উৎসব গ্রামীণ মেলা। মেলাগুলো হলো- সাতবিলের মেলা (হরিখালী), ঠাকুরপাড়া সন্যাসীর মেলা, তেকানী চুকাইনগরের কাচারি মেলা ও পাকুল্লার মেলা।
মেলায় এসেছে রকমারি মিষ্টান্ন, চুরি-ফিতা, তৈজসপত্র, আসবাবপত্র, মাছসহ বিভিন্ন ধরনের সামগ্রী।
গ্রামীণ এ চারটি মেলায় সমাগম হয়েছে হাজার- হাজার মানুষের।
মেলাগুলোকে ঘিরে সোনাতলায় উৎসবের আমেজ বিরাজ করছে।