বগুড়ার খবরশিক্ষা
প্রয়াত এমপি আব্দুল মান্নান স্মরণে সরকারি নাজির আখতার কলেজে আলোচনা সভা ও দু’আ মাহফিল

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ জননেতা আব্দুল মান্নানের ৪র্থ প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মসজিদে প্রফেসর মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের , মোঃ মোজাফ্ফর হোসেন, ওবায়েদ ওয়ালী, ইয়াকুব আলী, প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ মিনহাজ রহমান সহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলামসহ কলেজের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর।