সারাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন মাহমুদ হাসান রিপন এমপি

জয়নুল আবেদীন

গাইবান্ধা হতে বাদিয়াখালী,বোনারপাড়া, সোনাতলা হয়ে বগুড়া পর্যন্ত সড়কটি আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণের নির্দেশনা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, গাইবান্ধা- বাদিয়াখালী-বোনারপাড়া- সোনাতলা-বগুড়া রুটটি আঞ্চলিক মহাসড়ক ক্যাটাগড়িতে অন্তর্ভুক্তিকরণ সাঘাটা-ফুলছড়ি উপজেলাবাসির দীর্ঘদিনের দাবি ছিলো। এলাকাবাসির প্রাণের দাবি পুরণে ও আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিষয়টি পত্র আকারে মাননীয় প্রধানমন্ত্রীকে সদয় অবগত করার পর, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পত্রের গুরুত্ব দিয়ে তা বস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এটা এলাকাবাসি ও আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমার পত্রের গুরুত্ব দিয়ে আঞ্চলিক মহাসড়কটি বাস্তবায়নের নির্দেশ দেয়ায় আমি এলাকাবাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ সড়কটির কাজ সম্পন্ন হলে ঢাকার সাথে সাঘাটা-ফুলছড়ি উপজেলাবাসির দুরত্ব কমে আসবে ও যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে, সড়কে দুর্ঘটনা কমবে ও পরিবহন খরচ সাশ্রয় হবে। এ এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি এলাকার উৎপাদিত কৃষিপণ্য সহজে রাজধানীসহ বিভিন্ন জেলায় বাজারজাত করে কৃষকরা ন্যায্য মূল্য পেয়ে আর্থিকভাবে লাভবান হবে। এতে এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
উল্লেখ্য, গাইবান্ধা- ফুলছড়ি-ভরতখালী- সাঘাটা সড়ক (দৈর্ঘ্য ১০.৩০০ কি:মি:) বাদিয়াখালী- হাপানিয়া সড়ক (দৈর্ঘ্য ১৬. ৩৭২ কি:মি:) সাঘাটা-বারকোনা-জুমারবাড়ি- সোনাতলা সড়ক (দৈর্ঘ্য ১১.৮০ কি: মি) মোকাম তলা (বগুড়া)- সোনাতলা-হরিখালী- হাটশেরপুর-সারিয়াকান্দি (দৈর্ঘ্য ১৫. ০০কি:মি:) সড়কগুলোকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button