গত ০২ জুলাই অনলাইন নিউজ পোর্টাল ‘বগুড়া বার্তা’য় 'সোনাতলায় মেডিটেক ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ' শীর্ষক যে সংবাদ একটি অভিযোগের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে মেডিটেক ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে চিকিৎসা করানো অবস্থায় সংবাদে উল্লেখিত নারীর মৃত্যু হয়নি। এখানে চিকিৎসা নেয়ার বেশ
কয়েকদিন পরে অন্য একটি প্রতিষ্ঠানে চিকিৎসা নেয়ার সময় তার মৃত্যু হয় সম্পূর্ণ ভিন্ন কারণে যা ওই প্রতিষ্ঠান কর্তৃক দেয়া ডেথ সার্টিফিকেটে স্পষ্ট উল্লেখ রয়েছে। আমার প্রতিষ্ঠানের দায়িত্বরত কোন ডাক্তার বা প্রতিষ্ঠানের অন্য কেউ এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেই দায়ী নয়। আবু সুফিয়ান পলিন স্বত্বাধিকারী মেডিটেক ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক সোনাতলা, বগুড়া।