মোঃ জাবদুল মোল্লা
গত ২১-০১-২০২৫ তারিখে দৈনিক সাতমাথা পত্রিকায় ‘সোনাতলায় নিজ মালিকানাধীন জায়গায় অন্য ব্যক্তির অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ’ ও অনলাইন পত্রিকা বগুড়া বার্তায় ‘সোনাতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ’ শীর্ষক সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। অভিযোগে উল্লেখিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়া মৌজার
৭৮৪ নম্বর খতিয়ানে ৯৫০, ৯৫১ ও ৯৫২ নং দাগের উল্লেখিত জমিটি আমার কবলাকৃত। এ সংক্রান্ত বৈধ দলিল আমার কাছে রয়েছে। সেই বৈধ দলিল মূলেই বৈধভাবে আমি বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেছি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা সংবাদটির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানাচ্ছি। পদ্মপাড়া, সোনাতলা, বগুড়া।