জয়নুল আবেদীন,সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেছেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দেয়ার রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করে। নৌকায় ভোটদিয়ে আওয়ামী লীগের উন্নয়নের ম্যাজিক দেখেন। গতকাল রোববার পবনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৌকা মার্কার পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। মাহমুদ হাসান রিপন তার নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, এবার তিনি এমপি নির্বাচিত হলে বালাসি-বাহাদুরাবাদ টানেল নির্মাণসহ উত্তরবঙ্গের উন্নয়নের দ্বার খুলবে ইনশাআল্লাহ। ফলে সাঘাটা-ফুলছড়ি হবে উত্তরবঙ্গের সৌভাগ্যের প্রবেশদ্বার। পাশাপাশি গাইবান্ধা জেলায় একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ব বিদ্যালয় করার জন্য সংসদে দাবি করেছি। দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দু’টি ১০০ শয্যায় উন্নীতসহ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। ২ টি
আঞ্চলিক মহাসড়ক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ও নদীভাঙ্গনের কবল থেকে সাঘাটা-ফুলছড়ি স্থায়ীভাবে রক্ষাসহ উন্নত,সমৃদ্ধ,ক্ষধা ও দারিদ্রমুক্ত, স্মা্ট উপজেলা গড়ে উঠবে। তিনি বলেন, আওয়ামী লীগের পরিচয় দিয়ে অন্য মার্কায় ভোট চাওয়া জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু নয়। এটা স্বার্থপর, প্রতারক, ভন্ড-বেঈমান,বিশ্বাস-ঘাতকদের কাজ। এরা আওয়ামী লীগের সুনামক্ষুন্ন এবং এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়, বলেই নৌকার বিরুদ্ধে গিয়ে জনগণের কাছে অন্য মার্কায় ভোট চায়। একজন মানুষ কতটা স্বার্থপর ও বেঈমান হলে এই ধরণের বিশ্বাস-ঘাতকতা করতে পারে ? এমপি রিপন বলেন, আওয়ামী লীগের পরিচয় দানকারী প্রতারক ভন্ড, বেঈমান, বিশ্বাস ঘাতকরা নৌকার বিরুদ্ধে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এইসব স্বার্থপর,বেঈমান-বিশ্বাস-ঘাতকদের মিথ্যা আশ্বাস আর ধোঁকায় বোকা হওয়া যাবেনা। জনগণ ইতিমধ্যেই বুঝে গেছে, আওয়ামী লীগের মার্কা একটাই "নৌকা"। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নৌকায় বিপুলপরিমান ভোট প্রদানের মাধ্যমে প্রতারক,স্বার্থপর,বেঈমান-বিশ্বাস-ঘাতকদের বুঝিয়ে দিতে হবে। এলাকার উন্নয়নের ম্যাজিক দেখতে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি তিনি আহবান জানান।