বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি

নৌকাবাইচের মতো দেশজ খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে-আহসানুল তৈয়ব জাকির

ইকবাল কবির লেমন

হাজারো মানুষের উপচেপড়া ভীড়ে সোনাতলার সদর ইউনিয়নের আড়িয়ারঘাটে বাঙালি নদীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঐতিহ্যের প্রিয়খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা। ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও হাজারো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত সর্বশেষ প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলানৌকাবাইচ। স্বৈরাচারের খপ্পরে পড়ে দীর্ঘদিন মানুষ আনন্দ করতেই ভুলে গিয়েছিলো। আবারও নির্মল বিনোদনের ধারায় ফিরে আসছে বাংলাদেশ। নৌকা বাইচের মতো দেশজ খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আগামী দিনগুলোতে মানুষের নির্মল বিনোদনের জন্য এধরনের খেলাগুলোর বেশি বেশি আয়োজন করা হবে। তিনি ফ্যাসিস্টমুক্ত একটি সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি এমদাদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুণ। উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, মাহমুদুর রহমান রনি, জাসাস নেতা উজ্জল হোসেন খোকন, উপজেলা ¤্রমিকদলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পেওর ছাত্রদলের সভাপতি বকুল মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবিরসহ দলীয় নেতা-কর্মীরা।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাতলার দশের দোয়া, দ্বিতীয় স্থান অর্জন করে সাঘাটা উপজেলার কামালেরপাড়ার নয়নমনি এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অর্জন করে পাঁচপুর এক্সপ্রেস।
বাঙালি নদীর দুইপার্শ্বে নদীতীরে এ নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button