সারাদেশ
নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার নাহিদুজ্জামান নিশাদকে বিএনপির গাইবান্ধা জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠি দিয়ে বিএনপির জেলা ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দকে এব্যাপারে অবগত করা হয়েছে বলে জানা গেছে। গাইবান্ধা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল জেলা বিএনপির সহ-সভাপতি পদে নাহিদুজ্জামান নিশাদকে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।