বগুড়ার খবর

ক্যান্সার আক্রান্ত অবিতনের চিকিৎসার্থে মানবিক সহায়তার আবেদন

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের বাউয়াইটোনা গ্রামের মোঃ আজিজুলের স্ত্রী অবিতন বেগম ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবিতন বেগমের স্বামী মোঃ আজিজুল ইসলাম একজন শয্যাশায়ী শারীরিক প্রতিবন্ধী। শুধুমাত্র ঘরের জায়গা ছাড়া তাদের আর কোন জায়গা-জমি নেই। চার সন্তানসহ স্বামীর ভরণপোষন ও স্বামীর চিকিৎসা ব্যয় নির্বাহ হতো পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অবিতনের আয়ে। অবিতন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ধারদেনা ও অন্যের সাহায্য-সহযোগিতায় চলছে অবিতনের চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন।
এমন পরিস্থিতিতে ক্যান্সার আক্রান্ত অবিতন সমাজের বিত্তবানদের নিকট মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠানোসহ প্রয়োজনে যোগাযোগ ০১৭২৬-৩৯৪৭৭৮ (নগদ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button