সারাদেশ

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হত হবে – সাঘাটায় সারজিস

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পর্টি (এনসিপি) র পথসভা গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা্র  পৌনে ৩ টার দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে (বোনারপাড়া ) এ পথ সভা অনুষ্ঠিত হয় ।

পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনপিসি) কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গত ১৬ বছরের অন্যায় অনিয়ম চলতে দেয়া যাবে না । আমরা নতুন বাংলাদেশ চাই । যদি এদেশে অনিয়ম চলতে থাকে তাহলে জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করা হবে ৷ সব দলমত এক সাথে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান৷ ”
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ,দ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক, এ্যাড. আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ ও কেন্দ্রীয় সংগঠক গাইবান্ধার সন্তান ফিহাদুর রহমান দিবস প্রমুখ ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদ মোস্তাকিম সংগঠক জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা জেলা শাখা, মুরাদ হাসান সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখা, জুলাইয়ে নিহত সাজ্জাদ হোসেন সজল তার মা শাহিনা বেগম ।
এর আগে সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের ৪ মাথায় এলাকায় (এনসিপি) র পথসভা অনুষ্টিত হয় । সাঘাটার পথ সভায় শেষ করে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে পথসভার জন্য সবাই রওনা দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button