মহসিন রেজা, নওগাঁ
মঙ্গলবার সকালে নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ সদর উপজেলার সকল প্রশাসনিক দপ্তর প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল জনপ্রতিনিধিদের নিয়ে অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শিষ। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের এডিসি জেনারেল সোহেল রানা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এ এইচ এম এরফান আহম্মেদ, এডিসি জেনারেল শিক্ষা ও আইসিটি বিরোধা রানী রায়, আব্দুল্লাহ আল মামুন এনডিসি,মোহাইমিনুল ইসলাম মামুন সহকারী কমিশনার, মোঃ নূরে আলম ওসি নওগাঁ সদর, আলহাজ্ব মাসুদ রানা ওসি এল এসডি নওগাঁ সদর, মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ,প্রেস ক্লাবের সভাপতি আবুবক্কর সিদ্দিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নওগাঁ জেলা শাখা মোঃ খোরশেদ আলম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও বিভিন্ন অফিস প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ নওগাঁর বিভিন্ন সমস্যা গুলোর মধ্যে, নওগাঁর পনি নিষ্কাশন,ট্রাপিক জ্যাম,নদীর ধারে ফুটপাত,চার লেন রাস্তা, বিশ্ববিদ্যালয় স্হাপন,হাসাইগাড়ি বিলে পর্ষটন এরিয়া গড়ে তোলা, ড্রিগ্রির মোড় থেকে কালিতলা
পর্যন্ত ছোট যমুনা নদীতে মাছের অভয়ারণ্য গড়ে তোলা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, উপস্হিত বক্তাদের নওগাঁর সার্বিক সমস্যা গুলো মনযোগ সহকারে শোনার পরে,তিনি তার বক্তব্যে বলেন, সমসাময়িক সমস্যাগুলো সঠিক এবং এগুলো সমস্যা অতিদ্রুত সমধান করা সম্ভব। উপস্থিত সরকারি বিভিন্ন অফিস প্রধান এবং জনপ্রতিনিধি ও সাংবাদিকদের লক্ষ করে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করলে নওগাঁর এ- সকল সমস্যা অতিদ্রুত সমাধান করা সম্ভব। বাংলাদেশের অনান্য জেলার চেয়ে নওগাঁর মানুষ অনেক সাদাসিধে ও সহজ সরল। আমি একজন সরকারি কর্মচারি হিসেবে আপনাদের ক্ষাদেম হিসেবে কাজ করতে চাই। গত ৫/৮/২৪ তারিখের বিভিন্ন সহিংসতায় যে সকল ছাত্র ও জনতা নিহিত ও আহৃত হয়েছে তাদের নামের তালিকা, প্রধান উপদেষ্টার অফিসে প্রেরণ করা হয়েছে, যদি এখনো কাহারও নাম বাদ থাকে তাহলে আমাকে দিবেন। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভাপতি রবিন শিষ, ইউএনও নওগাঁ সদর ও বিভিন্ন দপ্তর প্রধানগণ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে ক্রেষ্ট প্রদান করেন। পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।