রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনটে হেরোইনসহ আলমগীর হোসেন (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সদর ইউনিয়নের ফরিদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার চালাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। থানা সুত্রে জানা যায়, বুধবার বিকেলে দিবাকালীন জরুরী ডিউটি করাকালে সদর ইউনিয়নের ফরিদ বাসষ্ট্যান্ডে তিনমাথা পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য
বিক্রয় করছে এমন খবর পায় থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক এবং তার দেহ তল্লাশী করে সাদা পলিথিনে মোড়ানো ৬ পোটলা মাদকজাত দ্রব্য হেরোইন জব্দ করে। যার পরিমান ডিজিটাল ওয়েট মেশিন অনুযায়ী ৬ গ্রাম। ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, তাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় আদালতে পাঠানো হয়েছে।