রাকিবুল ইসলাম, ধুনট(বগুড়া) প্রতিনিধি
ধুনটে পুর্ব শক্রতার জের ধরে পেঁপে বাগানে হামলা করে গাছ কর্তনের ঘটনা ঘটেছে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি মধ্যপাডা গ্রামে। প্রতিপক্ষরা কৃষক আব্দুল মান্নানের পেঁপে বাগানে হামলা করে গাছ কেটে সাবাড় করেছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল মান্নান জানান, এলাঙ্গী মৌজার ৭৩ শতক জমিতে দির্ঘদিন ধরে পেঁপে চাষ করে আসছেন। শনিবার সকালে পুর্ব শক্রতার জের ধরে তার প্রতিপক্ষ মোখলেছুর রহমান , মঞ্জ প্রাং, শাহিদার সরকার ,রফিকুল ইসলাম , শফিকুল ইসলাম , দুলাল , রুবেল
সহ তার সহযোগীরা তার চাষ করা জমিতে গিয়ে কুপিয়ে বেশ কিছু পেঁপের গাছ কেটে ফেলেছে। এতে অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় আব্দুল মান্নান প্রতিপক্ষ মঞ্জু প্রাং সহ ১০ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এবিষয়ে মঞ্জু প্রাং সাথে মোবাইল ফেনে যোগযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায় নি। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আব্দুর মান্নানের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।