বগুড়ার খবর

ধুনটে ধানের চারা নষ্ট করে জমি দখল, নির্বাহী কার্যালয়ে অভিযোগ

রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া):

বগুড়ার ধুনটে ইন্টু আকন্দ নামের এক কৃষকের ৭ বিঘা জমিতে রোপনকৃত ধানের চারা নষ্ট করে জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও বাদি সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত ময়েজ আকন্দের ছেলে ইন্টু আকন্দ দীর্ঘদিন ধরে নিজ দখলীয় ভাবে ৭ বিঘা জমি চাষাবাদ করে আসছিল। গত ৬ আগষ্ট দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া ইত্যাদি নিয়ে আমার নিজ দখলীয় আবাদী ৭ বিঘা জমিতে থাকা রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে এবং ৩ বিঘা জমি জোরপূর্বক জবর দখল করে নেয় এবং ইঞ্জিন চালিত শ্যালো মেশিন ও টিওবয়েল নিয়ে যায়। এ সময় তারা মেশিনের ঘর ভেঙ্গে ফেলে যার ক্ষতি প্রায় ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। পরে লোক মারফত সংবাদ পেয়ে দ্রুত জমির সীমানায় গেলে প্রতিপক্ষরা আমাকে দেখা মাত্রই অকথ্য অশ্লীল ভাষায় গালি গালাজ করে। আমি গালি গালাজের মৌখিক প্রতিবাদ করলে বিবাদীগণ আমার সঙ্গে মারমুখি আচরণ সহ আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

অভিযোগের বাদি ইন্টু আকন্দ জানান, আমার জমির সমস্যা নিস্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি। আমার জমির বিষয়টি নিয়ে আমার নিকটতম আত্মীয়- স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহিত আলাপ আলোচনার করে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, দেশের চলমান পরিস্থিতিতে অনেকে অনেক রকম অভিযোগ দিচ্ছে। তবে তাদের দায়ের করা অভিযোগটি ফৌজদারি সংক্রান্ত। অভিযোগটি যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button