বগুড়ার খবর

ধুনটে জুতা তৈরী করে স্বাবলম্বী রবিউল

রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া)

 

দৈনন্দিন চাহিদার মাঝে মানব জীবনে ব্যবহৃত একটি পন্যের নাম জুতা। জুতা তৈরী করে স্বাবলম্বী হয়েছেন রবিউল ইসলাম নামের ব্যাক্তি সে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। সে ঢাকার একটি কারখানা থেকে দক্ষতা অর্জন করে। পরে ২০২৩ সালে ১ লাখ টাকা পূজি নিয়ে নিজ গ্রামের বাড়িতে জুতা তৈরীর ব্যবসা শুরু করেন। তিনি তার জুতা তৈরীর কারখানার নামকরন করেন জমিদার সুজ। তার ৩ ছেলের মধ্যে ২ ছেলে সাভারের একটি কলেজে লেখাপড়া করে। ১ ছেলে লেখাপড়ার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করে। তার কারখানায় মাসিক বেতন হিসেবে নারী পুরুষসহ মোট ৭জন কর্মচারী কাজ করে।

কারখানার স্বত্বধিকারী রবিউল ইসলাম জানান, গত বছর থেকে ব্যবসা শুরু করে বর্তমানে আমার মুলধন ছাড়াই অর্জিত হয়েছে প্রায় ৫ লাখ টাকা। আমার কারখানায় বিভিন্ন ডিজাইনের জুতা ও সেন্ডেল তৈরীর কাজে পরিবারের সবাই সহযোগিতা করেছে। আমার এ কাজে উৎসাহ দিয়েছে স্থানীয় অনেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কারখানায় আরো আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করলে আরো সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তিনি আরো বলেন, নিত্যপণ্য ব্যবহারের পাশাপাশি জুতা সেন্ডেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জুতা ও সেন্ডেল মুলত বাহারি ডিজাইনের উপর চাহিদা নির্ভর করে। আশা করা যায় আগামি দিনে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান আরো সাফল্য অর্জন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button