ইকবাল কবির লেমন
দিনরাত ছুটে, সার্বিক দিকনির্দেশনা দিয়ে বগুড়া’র সোনাতলায় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দময় করলেন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) স্বীকৃতি প্রামানিক। দুর্গা প্রতিমা তৈরির সময় থেকেই এই লক্ষে তিনি নানাভাবে খোঁজ নিতে থাকেন সনাতন সম্প্রদায়ের। পূজার পূর্বে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দময় করতে শোনেন বিভিন্ন পূজা মণ্ডপের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কথা, পরামর্শ নেন স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দের।
দুর্গাপূজা উদযাপন যাতে উৎসবমূখর হয় সেজন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পূজা শুরুর আগেই প্রস্তুতিপর্ব সরেজমিনে দেখতে ইউএনও স্বীকৃতি প্রামানিক পরিদর্শন করেন সোনাতলার বিভিন্ন পূজা মণ্ডপ। মহাষষ্ঠীর দিন থেকে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত সোনাতলার ৪৯ টি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ, সনাতন সম্প্রদায়সহ সকল মানুষের সাথে তাঁর আন্তরিক শুভেচ্ছা বিনিময় ছিল চোখে পড়ার মতো।