বগুড়ার খবর

বগুড়া সদরে পূর্বশত্রুতার জেরে এক যুবককে মারপিট:থানায় অভিযোগ

সাজু, মহাস্থানগড় (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায়  সদরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার  সদর থানার জয় বাংলার মোড়  এলাকায়। এ ঘটনায় আহত হয়েছে সদরের জয়বাংলা বন্দরের মোটর সাইকেল মেকারনিক্স   গাবতলী থানার শুভপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মিজু আহম্মেদ (২৮)।
বগুড়া সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়,   সদর থানার খামারকান্দি গ্রামের আরমান এর সাথে আহত যুবকের পরিবারের  সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক  বিরোধ চলে আসছিলো। ওই যুবককে ইতিপূর্বে প্রতিপক্ষ মারপিটসহ খুন জখম করার হুমকি প্রদান করে আসছিল। একপর্যায়ে গত ১৪ ফেবুয়ারি সন্ধ্যায় সাড়ে ৬ টায় আরমান অজ্ঞাত  ৩/৪ জনকে সঙ্গে নিয়ে এসে জয় বাংলার মোড়ে মিজুকে  মারপিট করে আহত করে।
এব্যাপারে আহত যুবক  মিজু আহম্মেদ বলেন  ইতি পূর্বে আরমানের পরিবার থেকে আমার  ভাগ্নিকে ইফটিজিং ও মারপিট করার ব্যাপারে তার পরিবারের অন্যান্য সদস্য সহ আরমানদের বিরুদ্ধে কোর্টে মামলা  করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য তারা  হুমকি ধামকি প্রদান করে আসছে। আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। প্রতিপক্ষ হুমকি প্রদান করে যে,মামলা তুলে না নিলে প্রাণে শেষ করে ফেলবে।এই কারনে আরমান ও তার দলবল এসে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠান সদরের জয় বাংলা বন্দরে এসে মারপিট করে রক্তাক্ত জখম করে। এব্যাপারে ঘটনার  সাথে জড়িতদের বিরুদ্ধে আমি বগুড়া সদর থানায় একটি অভযোগ দায়ের করেছি এবং ঘটনার সাথে জড়িত আটক করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এব্যাপারে অভিযুক্ত আরমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button