স্টাফ রিপোর্টার
বগুড়া’র সোনাতলায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর প্রদীপ। বুধবার সকালে সোনাতলার কাবিলপুরে আলোর প্রদীপ কার্যালয়ে ‘বাহার উদ্দীন শিক্ষা প্রকল্প’র আওতায় সরকারি নাজির আখতার কলেজের দাতা পরিবারের সদস্য ডা. সৈয়দ আখতার কামালের পৃষ্ঠপোষকতায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, ব্যাগ, খাতা,কলম ও নগদ অর্থ
বিতরণ করা হয়। আলোর প্রদীপের চেয়ারম্যান এম এম মেহেরুলের সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন, সহকারী যুব উন্নয়ন অফিসার সুবীর কুমার পাল,স্বপ্নডানা-বগুড়া’র স্বত্বাধিকারী উম্মে মরিয়ম, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন ও আলোর প্রদীপের সাধারণ সম্পাদক আহসান কবীর।