বগুড়ার খবরশিক্ষা

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহবায়ক কমিটি বুধবার দুপুরে কলজে চত্বরে এই শুভেচ্ছা মিছিলের আয়োজনে করে। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিনের  সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহবায়কসামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের শুভ সূচনা হয়েছে। বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে। আমরা ছাত্রদল সুস্থ ধারার ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পরিবেশ তৈরী করতে চাই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস বইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button