তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেরা আলোকচিত্রী ধুনটের প্লাবন আমিন

রাকিবুল ইসলাম , ধুনট, বগুড়া
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ¯েøাগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এর সেরা আলোকচিত্র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন বগুড়ার ধুনটের প্রতিভাবান ফটোগ্রাফার প্লাবন আমিন। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ।
পুরস্কার গ্রহণের পর অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে প্লাবন আমিন বলেন, “এই অর্জন আমার ফটোগ্রাফির প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও সৃজনশীল কাজ করতে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, সেরা আলোকচিত্রী ধুনটের প্লাবন আমিন বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। তার পুরনাম আরিফুল আমিন প্লাবন। সে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নিজস্ব ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।