তথ্যহীন ওয়েবসাইট, অস্বচ্ছতায় সাঘাটা পিআইও দপ্তর প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা কোথায়?

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের ওয়েবসাইটে নেই জনস্বার্থসংশ্লিষ্ট কোনো কার্যকর তথ্য। ফলে সরকারি ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পসংক্রান্ত তথ্য জানতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।একই সঙ্গে এই দপ্তরের আওতাধীন শতকোটি টাকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, পিআইও দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে প্রকল্পের তালিকা, বরাদ্দের পরিমাণ, কাজের সময়সীমা, বাস্তবায়ন অগ্রগতি কিংবা উপকারভোগীর নামের কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায় না। এমনকি অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে পুরোনো টেমপ্লেট ছাড়া কার্যত কিছুই নেই।বর্তমান প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান যোগদানের পর থেকেই গায়েব হয়ে গেছে ওয়েবসাইট থেকে এ দপ্তরের সকল তথ্য।
তথ্য জানতেই দপ্তরমুখী মানুষ স্থানীয়দের অভিযোগ, ভিজিএফ, ভিজিডি, কাবিখা, কাবিটা, টিআরসহ দুর্যোগ ও উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের তথ্য জানার জন্য বারবার দপ্তরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। তথ্যপ্রযুক্তির যুগে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের এমন অবস্থাকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন সচেতন নাগরিকরা।
সাঘাটা উপজেলায় প্রতিবছর পিআইও দপ্তরের মাধ্যমে বিভিন্ন খাতে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়। কিন্তু কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ, কোন ঠিকাদার বা প্রকল্প কমিটির মাধ্যমে কাজ বাস্তবায়ন হচ্ছে এসব তথ্য জনসম্মুখে না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় জনপ্রতিনিধি জানান, প্রকল্পের তথ্য প্রকাশ না থাকায় স্থানীয় পর্যায়েও নজরদারি দুর্বল হয়ে পড়েছে। এতে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরকে স্বপ্রণোদিতভাবে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার কথা থাকলেও সাঘাটা পিআইও দপ্তরের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। তথ্য বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না করা সরাসরি আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ওয়েবসাইটে তথ্য আপডেটের কাজ চলমান রয়েছে।সচেতন মহলের দাবি, পিআইও দপ্তরের ওয়েবসাইটে অবিলম্বে সব চলমান ও সমাপ্ত প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদারকি বাড়ানো জরুরি।



