এম.টি.আই স্বপন মাহমুদ
দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঢাকা-৬ আসন থেকে মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক ও আমার বাংলাদেশ পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী
নাসির। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রার্থী রয়েছেন। পাশাপাশি আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যারিস্টার, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা—যারা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করছেন দলীয় নেতারা।