স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলো বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যাণ্ড বি এম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম ও একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোছাঃ খালেদা আফরিনের একমাত্র কন্যা মোছাঃ আফিয়াহ তাহসিন স্নেহা । ২০২৫ সালের বিএসসি (অনার্স) ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে তার অবস্থান ২০ তম এবং ঢাকা
বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে অবস্থান ৩০৩ তম। স্নেহা এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছিলো। ভবিষ্যতে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চায় আফিয়াহ তাহসিন স্নেহা । আফিয়াহ তাহসিন স্নেহার জন্য সকলের দোয়া চেয়েছেন হরিখালী টেকনিক্যাল অ্যাণ্ড বি এম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্নেহার নানা আলহাজ্ব আব্দুল খালেক প্রাং তারা এবং স্নেহার বাবা-মা।