সারাদেশ

ঢাকায় সোনাতলা কল্যাণ সমিতি’র ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকায় সোনাতলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র আয়োজনে ১৮  জুলাই, ২০২৫, শুক্রবার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (টিএসসি) কনভেনশন হলে ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আহসান হাবিব ছানা, ঢাকা কলেজের শিক্ষক প্রফেসর বিএম মহীবুর রহমান ফিরোজ, সাবেক যুগ্ম সচিব শহীদুজ্জামান রিবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম টিটু, বিগবসের এমডি শাহনুর ইসলাম, র‍্যাংগস গ্রুপের চীফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার সবুর হোসেন, ডাক বিভাগের পরিচালক আ,স,ম নাসিমুল ইসলাম লিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক হারুনর রশীদ, সালেক সোলারের এমডি সালেক উদ্দিন, খাঁন কবির, সংগঠনের সদস্য সচিব শফিউল ইসলাম বিব্বু, যুগ্ম আহবায়ক কৃষিবিদ এনামুল হক, আশরাফুল হায়দার সুমন, ওয়াসিম মানিক, সামিউল বাসার নয়ন, ফারুক হোসেন, মাসুদুর রহমান, শওকত, সজীব, আসাদুজ্জামান মনির, রাশেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বাউল সুকুমার ও ঢাকায় অবস্থানরত সোনাতলা উপজেলার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও মধ্যাহ্নভোজে বগুড়ার আলুঘাটি দিয়ে খাবার পরিবেশন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button