সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ড. আজাদুর রহমানকে বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) এর মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ
মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) এর মহাপরিচালক পদে পদায়ন হওয়ায় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ‘প্রয়াস’ এর উপদেষ্টা, কবি-লালন গবেষক ড. আজাদুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমন।