বগুড়ার খবর

সোনাতলায় সুপারী গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ

নুরে আলম সিদ্দিকী সবুজ,সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়ায় জমি-জমা সংক্রান্ত জেরে বড়ভাই আব্দুর রাজ্জাক ফুল মিয়া কর্তৃক বাগানের সুপারী গাছ কাটার অভিযোগ তুলেছেন ছোট ভাই ছক মিয়া।
এ ঘটনায় ২৯ অক্টোবর শফিকুল ইসলাম ছকু (৫৩) বাদী হয়ে বড়ভাই ফুল মিয়াসহ ৩জনকে অভিযুক্ত করে সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোনাতলা উপজেলার পূর্ব ভেলুরপাড়া গ্রামের মৃত মিছির উদ্দিনের বড় ছেলে আব্দুর রাজ্জাক ফুল মিয়া ও ছোট ছেলে শফিকুল ইসলাম ছকুর মধ্যে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে।
এক পর্যায়ে বড়ভাই ফুল মিয়া গত ১৮ সেপ্টেম্বর তারিখে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দুই বোনসহ ছোট ভাই ছকুকে বিবাদী করে মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলমান ছিল ।
এরই এক পর্যায়ে গত ২৮ অক্টোবর রাতে বাড়ি সাথে সদ্য লাগলো ১৮ টি সুপারীগাছ কর্তন করার ঘটনা ঘটে যা অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- প্রতিপক্ষরা ছকুর কবলাকৃত ও পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার উদ্দেশ্যে জমিতে লাগানো ৭২টি সুপারী গাছের মধ্যে ১৮টি সুপারী গাছ কেটে ফেলে আনুমানিক ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। বিষয়টি প্রতিপক্ষকে বলতে গেলে তারা ছকু ও তার পরিবারের উপর চড়াও হয়ে মারমুখি আচরণ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। ওই জমিতে পুনরায় গাছ লাগাতে গেলে পুনরায় গাছ কেটে ফেলাসহ মারপিট ও খুন-জখম করার হুমকি প্রদান করে।

এ বিষয়ে প্রতিপক্ষ ফুল মিয়া বলেন, ৩০ বছর ধরে জমির সীমানা নির্ধারণ করে ভোগ দখল করে খাচ্ছি। আজ তাঁরা জমির সীমানা অন্য দিকে করে দিয়েছে। তাই আমি আদালতে মামলা করেছি। আর গাছ কাটার বিষয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তুলেছে । রাতে কে বা কারা গাছ কেটেছে তা আমরা জানি না। আমার নামে মিথ্যা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button