স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলামের মা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সামছুল ইসলাম আকন্দের স্ত্রী ফাতেমা বেগম মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজেউন)। ১৪ জানুয়ারি, বুধবার বেলা ৩ টা ৩০
মিনিটে সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, প্রকাশক আবু রায়হানসহ বগুড়া বার্তা পরিবার।