বগুড়ার খবর

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না –উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান বলেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। তিনি বলেন,ফ্যাসিস্টদের পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে ছিলাম আমরা।আগামীগেও জাতির কল্যাণে আমরা পাশে থাকব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,’জুলাই আন্দোলনের শহীদ-আহতরা জাতির শ্রেষ্ঠ সম্পদ’।তারা নিজের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। আমাদের এই উপজেলায় চির নিদ্রায় ঘুমিয়ে আছেন জুলাই আন্দোলনে যোদ্ধা শহীদ সৈকত।তাঁর আত্নত্যাগ জাতি কখনো ভুলে যাবে না। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না ।দীর্ঘ ১৬বছর দেশের মানুষ ফ্যাসিবাদের জুলুমে শিকার হয়েছেন।২হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা দেশ স্বাধীনতা লাভ করেছি।বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডলের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক। এসময় উপস্থিত উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ডা: নুরু আমীন সরকার, উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক,বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, দিগদাইড় আমীর মাওলানা মহিদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আমীর ডা: শাহ আলম, ,উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল ও সেক্রেটারি ফজলে রাব্বি নাসিম,উপজেলা শিবিরের সভাপতি লাবিবুল হাসান,জোড়গাছা ইউপির সাধারণ সম্পাদক আবু তাহের,তেকানীচুকাইনগর ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button