জাতীয় শিশু চিত্রকলা প্রর্দশনীতে সাংবাদিক জয়নুল এর ছেলে শাহরিয়ার আবেদীন রংপুর বিভাগে প্রথম

স্টাফ রিপোর্টার
২য় জাতীয় শিশু চিত্রকলা প্রর্দশনীতে রংপুর বিভাগে প্রথম স্থান অর্জন করায় দৈনিক করতোয়া পত্রিকার গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রতিনিধি ও সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন এর ছেলে রংপুর ক্যানপাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার আবেদীনকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে গতকাল মঙ্গলবার রংপুর শিশু একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা শাহরিয়ার আবেদীনের হাতে পুরস্কার তুলে দেন। রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী প্রমুখ।