শিমন আহম্মেদ বাদল
জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সোনাতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর
রশিদ , উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, পল্লীশ্রী'র মোকামতলা অফিসের সমন্বয়কারী তাইয়্যেবাতুন নেহার প্রীতি ও শায়লা আখতার প্রমূখ। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।