নুরে আলম সিদ্দিকী, সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় জমি ভাগাভাগি কেন্দ্র করে বড় ভাইয়ের দরজায় বেড়া দিল ছোট ভাই। উপজেলার মধুপুর ইউনিয়নের মধ্য শালিখা গ্রামে ঘটেছে এই ঘটনা। সরেজমিনে গেলে ঘটনার শিকার সাহাজুল বলেন, প্রায় ২০ বছর আগে এই জমি উত্তর-দক্ষিণে ভাগ করা ছিল। কিন্তু তাতে স্বাচ্ছন্দ্য না হওয়ায় সকলের মতের ভিত্তিতে পূর্ব-পশ্চিম দিকে ভাগাভাগির মাধ্যমে ঘর তৈরী করে বসবাস শুরু করা হয়। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এই বাড়ির জমি আমার ছেলে ও স্ত্রীর নামে দলিল করে দেই। এই সময়ে এসে সিরাজুল ও তার সাথে অন্যান্য ভাস্তেরা এসে আবার পূর্বের মত করে জমি ভাগাভাগি করতে বলে। আমি রাজি না হওয়ার কারণে আমার বাড়ির দরজায় বাসের খুঁটি পুতে বেড়া দিয়ে আটকে দিয়েছে যেন
বের হতে না পারি। এছাড়াও আমাকে ঘর থেকে বের না হওয়ার জন্য এবং প্রাণ নাশের হুমকিও দেয়। ভাই শাজাহানের পুত্র জাহিদ আমার জায়গায় জোর দেখিয়ে দোকান দিয়েছে। তাদের কথা না শোনার কারনে আমার স্ত্রী চম্মা বেগমকে বেদম মারধর করে আহত করে ছোটভাই ও ভাস্তেরা। তিনি আরও বলেন, তাদের ভয়ে গরু-ছাগল ঘরে তুলতে পারিনা। আমার একটা ভ্যান আছে সেটা নিয়েও বিপদে আছি। সিরাজুল ও অন্যান্যদের দাবি সাহাজুল রাস্তার পাশে জায়গা পেয়েছে। আমরাও রাস্তার পাশের জমি চাই। তাদের চাচা আব্দুল লতিফ বলেন, এরা জোর করে অশান্তির সৃষ্টি করছে। এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বলেন, জমিজমা সংক্রান্ত কোন অভিযোগ নিচ্ছিনা। আমি তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।