চিয়াসীড ও তরমুজের পাশাপাশি ভুট্টাচাষেও সফল তিনবন্ধু

ইকবাল কবির লেমন
প্রথমবারের মতো বগুড়ার সোনাতলায় চিয়াসীড ও তরমুজ চাষ করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন উপজেলার তেকানী চুকাইনগরের সফল-আদর্শ চাষী আব্দুল মোমিন, ইব্রাহিম খলিল ও অহিদুল ইসলাম। তিন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠা করা ফ্রেন্ডস্ এগ্রো ফার্মসে উৎপাদিত চিয়াসীড ও তরমুজের গল্প এখন এ অঞ্চলের মানুষের মুখে মুখে। ব্যতিক্রমী ও লাভজনক চাষাবাদেই বেশি মনোযোগ সফল এই তিন বন্ধুর। চিয়াসীড, তরমুজের পর এবার ভুট্টা চাষে বিশেষ মনোযোগ দিয়েছেন তারা। সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর চুকাইনগর গ্রামে যমুনা নদীর তীরে ১০ বিঘা জমিতে এ মৌসুমে যুবরাজ, আলাস্কা, কাবেরী, মুকুট, নবা-৫৫, টার্গেট-৪৫৫৫ ও তুফান জাতের ভুট্টার চাষ করেছে ‘ফ্রেন্ডস্ এগ্রো ফার্মস’। ইতোমধ্যেই পরিপূর্ণ হয়ে মোচা দিতে শুরু করেছে ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছগুলো। এখন কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার প্রতিক্ষায় রয়েছেন উদ্যমী তিন বন্ধু।
এ ব্যাপারে কথা হয় ফ্রেন্ডস্ এগ্রো ফার্মসের অন্যতম উদ্যোক্তা, সফল-উদ্যমী কৃষক আব্দুল মোমিনের সাথে। তিনি জানান, ‘সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা ভুট্টার বীজ বপন করেছি। আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম দিকে ফসল প্রত্যাশা করছি। আশা করছি বম্পার ফলন হবে। বিঘা প্রতি ৪৫ থেকে ৬০ মন ফলন হতে পারে। খরচ বাদ দিয়ে বিঘা প্রতি আয় হতে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকা।
সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানিয়েছেন, ‘এ বছর সোনাতলায় ৪ শ’ ৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবছর সোনাতলায় ১৭৫ হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। আমি সাধুবাদ জানাই সোনাতলার তরুণ তিন কৃষি উদ্যোক্তাকে। তারা ফ্রেন্ডস্ এগ্রো ফার্মের মাধ্যমে ইতোমধ্যেই চিয়াসীড ও তরমুজ চাষে সফলতা দেখিয়েছেন। চাহিদাসম্পন্ন ফসল ভুট্টা চাষেও তারা সফল হবেন। তাদের মতো তরুণ উদ্যোক্তারা কৃষি ক্ষেত্রে এগিয়ে আসলে আরও সমৃদ্ধ হবে আমাদের কৃষি, সমৃদ্ধ হবে বাংলাদেশ।’