ক্রীড়াবগুড়ার খবর
গ্রীষ্মকালীন ক্রীড়া সাতার প্রতিযোগিতায় উথলী স্কুলের নবম শ্রেণির ছাত্রের প্রথম স্থান অর্জন

কামরুল হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
গ্রীষ্মকালীন ক্রীড়া সাঁতার প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছে হারুনুর রশিদ। সে শিবগঞ্জ উপজেলার উথলী স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সাঁতার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে বগুড়া জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। সে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন এর চককানু গ্রামের আলী আহম্মেদ বাবুর পুত্র। সে উথলী স্কুলের ৯ ম শ্রেণির সাইন্স এর ছাত্র। তার সাথে এব্যাপারে কথা বললে তিনি বলেন, আমি আগামী দিনে জাতীয়ভাবে প্রথম হতে চাই। সেজন্য আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি সকলের দোয়া চাই।