গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বগুড়ায় অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত


বগুড়ায় গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আয়োজিত এ সভায় জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“গ্রাম আদালতকে ইউনিয়ন পর্যায়ে সক্রিয় করা না গেলে প্রান্তিক জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকবে। তাই সকলের সমন্বিত প্রচেষ্টায় গ্রাম আদালত সম্পর্কিত ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক জনাব মাসুম আলী বেগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম; জেলা লিগ্যালএইড অফিসার জনাব এমএম মাহাবুব ইসলাম; যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ তোছাদ্দেক হোসেন; সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ রকনুল হক; এবং জেলা শিক্ষা অফিসার জনাব রমজান আলী।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব নয়ন বিগত এক বছরে বগুড়া জেলার কার্যক্রম ও অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।
সভায় উপস্থিত অংশীজনেরা গ্রাম আদালতকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ও সহজলভ্য করে তোলার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করেন।