স্টাফ রিপোর্টার
শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বন্ধু সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ, পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে ১শ’ ১০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।