সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের উজিরেরপাড়া বাইগুনীর ফসলী মাঠ হতে নিয়মিত চুরি হচ্ছে পানির পাম্প। নিয়মিত ্পানির পাম্প চুরির ঘটনায় আতঙ্কে দিন পাড় করছে ওই এলাকার কৃষকেরা। বোরো মৌসুমে কৃষকেরা যখন জমিতে পানি দেয়ার কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে ঠিক সে সময় প্রায় প্রতিদিন এধরনের চুরির ঘটনায় হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী। উজিরেরপাড়া
বাইগুনীর জবান আলী ও রঞ্জু ব্যাপারীসহ আরও বেশ কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, উজিরেরপাড়া বাইগুনী গ্রামে পাম্প, বিদ্যুতের তার, ট্রান্সফরমার, টিউবওয়েল, গরু চুরি একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বোরো মৌসুমে পানি সেচের চূড়ান্ত সময়ে পাম্প হারিয়ে কৃষকেরা সর্বশান্ত হয়ে পড়ছে। এছাড়াও তার, ট্রান্সফরমার, টিউবওয়েল, গরু চুরিও হচ্ছে নিয়মিত। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন।