বগুড়ার খবর
গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর কমিটিতে শাহ শওকত কবির আহ্বায়ক ও মশিউর রহমান সদস্য সচিব

শিমন আহম্মেদ বাদল
গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর কমিটিতে শাহ শওকত কবির আহ্বায়ক ও মশিউর রহমানকে সদস্য সচিব করে আংশিক কমিটি অনামোদন করা হয়েছে। গত ১৪/০৩/২০২৫ তারিখে পৌর শাখার এই আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আংশিক কমিটি অনুমোদন করেছেন গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা কমিটির আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু ও সদস্য সচিব মোঃ সোহেল মিয়া।