বগুড়ার খবর

ক্যান্সার আক্রান্ত সোনাতলার খাজা মিয়ার জীবন বাঁচাতে মানবিক সহায়তার আহবান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের হতদরিদ্র কাজী খাজা মিয়া তিন মাস যাবত মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত হিমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শাফিউল আজমের তত্বাবধানে রয়েছেন। কাজী খাজা মিয়া তার যৎসামান্য গচ্ছিত অর্থ, আত্মীয়-স্বজনদের দেয়া সাহায্যের টাকা ও কর্জ করা টাকা দিয়ে চিকিৎসা নিয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার অর্থ যোগাতে তিনি এখন অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। এমতাবস্থায় সহায়-সম্পদহীন খাজা মিয়া তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এদিকে প্রয়োজনীয় অর্থ অভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তার চিকিৎসা সম্পন্ন করতে কয়েক লাখ টাকার প্রয়োজন।
ক্যান্সার আক্রান্ত খাজা মিয়া অন্যান্য সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে চান। তার জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবান ও সমাজসেবী মানুষদের মানবিক সহায়তা প্রত্যাশা করে তাঁদের নিকট আকুতি জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং ১২২-২৩১৩, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনাতলা শাখা, বগুড়া। মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৩৯৬, ইসলামী ব্যাংক , বাংলাদেশ, সোনাতলা বাজার উপ-শাখা,বগুড়া। বিকাশ নং ০১৯২৩৫৫০৫৯৪।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button