কাঠফাটা রোদে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিলালেন সাংবাদিক-ইউটিউবার শিমন আহম্মেদ বাদল

ইকবাল কবির লেমন
বৈশাখের তীব্র দাবদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত। তীব্র গরমে অনেকটা অস্বস্তি নিয়েই বাইরে বেরুতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। আর বাইরে এসেই তাদের পড়তে হচ্ছে প্রকৃতির বৈরি আচরণ তাপদাহে। তাপদাহের কবলে পড়া সাধারণ মানুষগুলো একটু স্বস্তির আশায় কখনো বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায় আবার কখনো খুঁজে ফিরছে ঠাণ্ডা পানীয়। এমনই অবস্থায় সাধারণ পথচারিদের পানির তৃষ্ণা মেটাতে ট্যাংকি সহযোগে অটোভ্যান নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তরুণ সাংবাদিক ও ইউটিউবার বগুড়ার সোনাতলার শিমন আহম্মেদ বাদল। সোমবার তীব্র দাবদাহের মধ্যে বগুড়ার সোনাতলা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে শরবত বিলি করতে দেখা যায় তাকে। সাধারণ মানুষও ঠাণ্ডা হওয়ার আশায় ভীড় করছে শিমন আহম্মেদ বাদলের ফ্রি শরবত খেতে।
শিমন আহম্মেদ বাদলের ফ্রি শরবত খেতে আসা শ্রমিক আসাদুল ও আব্দুর রহিমের সাথে কথা বললে তারা জানায়, ‘তীব্র গরমে এমন ফ্রি শরবত পেয়ে আমাদের কলিজা ঠাণ্ডা হলো। আমরা দোয়া করি বাদল ভাইয়ের জন্য।’
ফ্রি শরবত বিলানো শিমন আহম্মেদ বাদলের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতে পারলে সেটাই হবে আমার পরম পাওয়া। সেই বিবেচনায় আমি শরবত বিলি করা শুরু করেছি। যতদিন গরমের তীব্রতা থাকবে ততদিন আমার এ কর্মসূচি অব্যাহত থাকবে।’