স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় গাবতলি উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ভিত্তি প্রস্তর স্থাপনকৃত গাবতলী উপজেলাধীন কাগইল ইউনিয়নে "কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল" এ চিকিৎসা সেবার ২য় দিনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এম আর
হাসান পলাশ । ক্যাম্প উদ্বোধন করেন গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটল। এ সময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ এর সভাপতি আব্দুল্লাহ আল-নোমান সাব্বির, সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়ামুল হাসান বাঁধন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রিম্পি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান মৌ, শুভসহ প্রমুখ।