কাগইল ২০ শয্যা হাসপাতালে ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত


স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় গাবতলি উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ভিত্তি প্রস্তর স্থাপনকৃত গাবতলী উপজেলাধীন কাগইল ইউনিয়নে “কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল” এ চিকিৎসা সেবার ২য় দিনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ । ক্যাম্প উদ্বোধন করেন গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটল।
এ সময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ এর সভাপতি আব্দুল্লাহ আল-নোমান সাব্বির, সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়ামুল হাসান বাঁধন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রিম্পি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান মৌ, শুভসহ প্রমুখ।