কথক নৃত্য সন্ধ্যায় মুগ্ধ বগুড়াবাসী: ক্লাসিক্যাল ডান্স একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন

শাহরিয়ার হাসিব,

শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র বগুড়া আবারো মুখরিত হলো নৃত্যের ছন্দে। ক্লাসিক্যাল ডান্স একাডেমির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ টিটু মিলনায়তনে আয়োজন করা হয় ‘কথক নৃত্য সন্ধ্যা’। চোখ ধাঁধানো এই নৃত্য পরিবেশনার মাধ্যমে উদযাপিত হয় একাডেমির গৌরবোজ্জ্বল পথচলার রজতজয়ন্তী।
এ সন্ধ্যায় দর্শকরা উপভোগ করেন দেশসেরা শিল্পীদের মনোমুগ্ধকর কথক নৃত্য। পরিবেশনায় ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী এস. এম. মোমিনুল ইসলাম সৈকতসহ রিমন, রাজু, রুদ্রনীল সরকার, রামিছা, সেঁজুতি এবং অন্যান্য গুণী শিল্পীবৃন্দ। তাঁদের নিপুণ উপস্থাপনায় ফুটে ওঠে ভারতীয় ধ্রুপদী নৃত্যের অতুলনীয় সৌন্দর্য ও ঐতিহ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম (রিপন)। সভাপতিত্ব করেন ক্লাসিক্যাল ডান্স একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি রবীন্দ্রনাথ সরকার রবিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুর হাসান, এটিএম ছদরুল আনাম (সিজিও-২, এসিসি এন্ড এস, বগুড়া সেনানিবাস), মোঃ মনিরুজ্জামান (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি), মোঃ আব্দুল হালিম প্রাং (প্রধান শিক্ষক ও স্কাউট কোষাধ্যক্ষ), বাবু দিলীপ কুমার দেব (বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটি), কবি রওশন রোজী এবং মানিক সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, শাজাহানপুর)।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা একজন মানুষকে হৃদয়বান ও দেশপ্রেমিক করে তোলে। এই চর্চা শুধু ব্যক্তিগত বিকাশ নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে।”
নৃত্য সন্ধ্যা শেষে শ্রোতাদের মুখে ছিলো প্রশংসার ঝরনা। ক্লাসিক্যাল ডান্স একাডেমির এ আয়োজন বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করলো, যার রেশ থাকবে দর্শকদের হৃদয়ে অনেকদিন।