বগুড়ার খবরশিক্ষা

এ কে এম জাহিদ বিন আজাদ কথক ভর্তির চান্স পেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস এন্ড ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের কৃতি সন্তান এ কে এম জাহিদ বিন আজাদ কথক অত্যন্ত কৃতিত্বের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং,ইলেকট্রনিকস এন্ড ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির চান্স পেয়েছে। সে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তির যোগ্যতা অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে তার মেধাক্রম ২৭৬৫ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার মেধাক্রম বিজ্ঞান ইউনিটে ৬৯০ এবং মানবিক ইউনিটে ৫২৯।
এ কে এম জাহিদ বিন আজাদ কথক সোনাতলার গড়ফতেপুর গ্রামের মরহুম আব্দুল লতিফ আকন্দের নাতি। সে বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) এর মহাপরিচালক, কবি-বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমান ও কবি  উম্মে সালমা জান্নাতুল ফেরদৌস লিনার একমাত্র পুত্র।
এ কে এম জাহিদ বিন আজাদ কথক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তার বাবা কবি-বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমান ও মা কবি উম্মে সালমা জান্নাতুল ফেরদৌস লিনা আজাদ এলাকার সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির কাগজ ‘প্রয়াস’ এর উপদেষ্টা কবি-বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমান এর পুত্র এ কে এম জাহিদ বিন আজাদ কথক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন ‘প্রয়াস’ সম্পাদক ইকবাল কবির লেমনসহ সোনাতলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button